জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পৃথক আদেশে দশ জন অতিরিক্ত সচিব ও ২৭ জন যুগ্মসচিবের দফতর বদল করে পৃথক আদেশ জারি করেছে।
জাতীয় সংষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, রস্ক প্রকল্পের পরিচালক মিজানুর রহমানকে কুমিল্লার বার্ডের মহাপরিচালক এবং বার্ডের মহাপরিচালক এম মওদুদুর রশিদ সফদারকে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ শামীম ইকবালকে জুট করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লি. এর নির্বাহী পরিচালক আলমগীর মুহ. মনসুর উল আলমকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব করা হয়েছে। আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. ময়নুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য করা হয়েছে।
অতিরিক্ত সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাসিমকে ভূমি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, রাজউক সদস্য ফারুক আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং শিপিং করপোরেশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার সৈয়দা সারওয়ার জাহানকে তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিভাগে বদলি করা হয়েছে।
যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা ও বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিচালক মাহবুব আহমেদকে কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।
অন্যান্যনের মধ্যে মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক আসাদুজ্জামানকে জীবন বিমা করপোরেশনের জিএম, স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্তির আদেশাধীন যুগ্মসচিব মাসুদ করিমকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, ওএসডি যুগ্মসচিব ফসি উদ্দিনকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটির ব্যবস্থাপক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমআইএইচ/এসএইচ