ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
নীলফামারীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

নীলফামারী: নীলফামারীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে উষা রানী (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে (৩০ নভেম্বর) নীলফামারী জেলা শহরের বাড়াইপাড়ায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার ভোলানাথ রায়ের মেয়ে ও ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী উষা রানী। তার অমতে বিমাতা বিয়ে ঠিক করেন জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে সুধেন চন্দ্র রায়ের সঙ্গে (২৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসার কথা, বিয়ের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।
 
এরই মধ্যে উষা রানী তার এক বান্ধবীর মাধ্যমে বিষয়টি সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীকে জানায়। তিনি বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিমকে অবগত করলে পুলিশের সহায়তায় মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, ছমির উদ্দিন স্কুলের সহকারী শিক্ষক ভুবন তরফদারসহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ। পরে স্কুলছাত্রীর বাবা ও বিমাতা মেয়েটির বাল্যবিয়ে দেবে না বলে মুছলেকা দেয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।