আটকদের জামিন আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শুনানি শেষে আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তাদের জামিন নামঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা তারা হলেন- জয়নাল আবেদীন (২৫), আতিকুর রহমান (২৬), মহসীন আলী (৫০), আলতাবুর রহমান (৪০), আশিকুর রহমান (৩৮), মখজর আলী (৩৬), সুলেমান খান (৪৯), কামাল আহমদ (৪২), পারভেজ আহমদ (৩২), বেলাল আহমদ (৩৬), রুমেল আহমদ (৩৭), রফিক মিয়া (৩৬), আজমল আলী (৫০), আমির আলী (৫০), মিটুন মিয়া (৩৫), বাদশা মিয়া (৪৮), আলী হোসেন (৫২), আব্দুল হক (৩৩), মানিক মিয়া ৫৬), আকবর আলী (৫৪), ফিরোজ মিয়া (৪৪), আব্দুর রাজ্জাক (৬০), মনির মিয়া (৬১)।
সিলেট সদর কোর্টের জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) উপ-পরিদর্শক (এসআই) নিহারেন্দু বিজয় দাস মোবাইল ফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক।
এর বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সিলেট শহরের লামাবাজার সৈনিক ক্লাবে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২৩ জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এনইউ/জিপি