বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ দণ্ডাদেশ দেন। এছহাক জেলার কচুয়া উপজেলার কাতকামতা গ্রামের মো. শামছুল হকের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি শাহরাস্তি থেকে ৩৯ বোতল ফেনসিডিলসহ এছহাককে আটক করে পুলিশ। ওই ঘটনায় শাহরাস্তি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
সরকার পক্ষের আইনজীবী সাইয়্যেদুল ইসলাম বাবু বাংলানিউজকে বলেন, মামলাটি দীর্ঘ চার বছরের অধিক সময় চলমান অবস্থায় সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আদালত। আসামি নিজে অপরাধ স্বীকার করায় তার উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারক এ দণ্ডাদেশ দেন।
সরকার পক্ষের সহকারী আইনজীবী ছিলেন দেবাশীষ কর মধু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন শেখ মো. জাহাঙ্গীর।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এনটি