পায়রা বন্দরে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বদরুদ্দোজা সৈকতের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন-প্রভাষক নজরুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, বাসদ নেতা ডা. মনিষা চক্রবর্তী, শামীম হাওলাদার, এইচ এম ইমন, জাকির হোসেন, রাইসুল ইসলাম রনি, জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদ কলাপাড়া। এ অঞ্চলে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় এলাকাবাসী সরকারকে স্বাগত জানিয়ে জমি অধিগ্রহণে কোনো বাধা প্রদান করেনি। কিন্তু এসব উন্নয়ন প্রকল্পে নিয়োগদানের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট নীতিমালা উল্লেখ করা হয়নি।
বন্দরের সব নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকারের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
আগামী ৩ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলে মানববন্ধনে জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএস/আরআর