ফুলবাড়ী সীমান্তে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। ছবি: বাংলানিউজ
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় হ্যাপি গোল্ড ব্র্যান্ডের মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনগত মধ্যরাতে উপজলার খলিশাকাটাল সীমান্ত এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, খালিশাকোটাল সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের পাশ্ববর্তী এলাকায় গত রাতে অভিযান চালায় বিজিবি।
এ সময় চোরাকারবারীরা বস্তায় করে মদের বোতল নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বস্তা ফেলে পালিয় যায় তারা।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম বাংলানিউজকে জানান, জব্দ হওয়া মদের আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এফইএস/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।