শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে বুড়িগঙ্গা নদীর কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে এম ভি জাহিদ-৪ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো জব্দ করা হয়। জব্দ জাটকার আনুমানিক মুল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
বেলা ১১টায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়ার কাছে হস্তান্তর করা হয়। তিনি জব্দ জাটকা জেলার ৩২টি মাদরাসা, এতিমখানা এবং স্থানীয় গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করেন।
কোস্টগার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিএন বলেন, আগামীতেও বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। জাটকা নিধন প্রতিরোধ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড অঙ্গীকারাবদ্ধ।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
এএ