ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
আদিতমারীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় হোসেন আলী (৯০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত হোসেন আলী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশাম গ্রামের বাসিন্দা।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, মহিষাশ্বহর গ্রামের রাস্তার পাশে মৃত আব্দুর রহমানের পুকুরে এক বৃদ্ধের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালায়।
 
পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে পরিচয় শনাক্ত করে জানায়, হোসেন আলী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় ৫/৬ মাস ধরে হঠাৎ করেই বাড়ি থেকে বের হয়ে যেতেন।

পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে বাংলানিউজকে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।