ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে টাউনহল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে কেক কেটে র‌্যালির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
 
এসময় উপস্থিত ছিলেন-পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, সদর জোন কমান্ডার লে. কর্নেল জিএম সোহাগ, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান প্রমুখ।

পাহাড়ে দুই দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এবার ২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় আগের দিন বর্ষপূর্তি উদযাপন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।