শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে মাগুরা কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কামরুল লাইলা জলি এমপি।
মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এ মেলার আয়োজন করে।
জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেডিপিসি’র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) নাসিমা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেডিপিসি’র মার্কেটিং ডাইরেক্টর অধরা বোস।
আলোচনা সভা শেষে জেডিপিসি কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ২৩ জন নারীর মাঝে সনদপত্র দেওয়া হয়।
মেলায় ২৫টি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের পাট দিয়ে তৈরি নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিএ