শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশীয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। তুহিন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে তুহিন ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপুরে তুহিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাজ্জাক। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বাংলানিউজকে জানান, বাড়ির জায়গার সীমানা নিয়ে এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিএ