শুক্রবার (১ ডিসেম্বর) নরসিংদীর মাধবদী থানার চৌঘরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (২৫ নভেম্বর) বিকেলে আমজাদ হোসেনের চাচা শ্বশুর মৎস্য ব্যবসায়ী মজিবুর রহমান নরসিংদী সদর উপজেলার চৌঘরিয়া এলাকা লিজ নেওয়া পুকুরে মাছের খাবার নিয়ে যান। এ সময় মাছের দাম নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তর্কবিতর্ক হলে তারা মজিবুরকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়।
খবর পেয়ে আমজাদ হোসেনসহ কয়েক জন বাধা দিলে দুর্বৃত্তরা তাদের আটক করে এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। এদের মধ্যে আমজাদ হোসেনের মাথায় চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমজাদকে ঢাকা পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ নভেম্বর) মধ্যরাতে মারা যান।
আড়াইহাজারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শ্রমিক লীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলার আসামি শাহাজালালকে গ্রেফতার পর আড়াইহাজার থানায় নিয়ে আসা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
জিপি