ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ময়মনসিংহ লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান

ময়মনসিংহ: ময়মনসিংহ লায়ন্স ক্লাবের কার্যকরি কমিটির অভিষেক ও নবাগত লায়ন্স সদস্যদের আরোহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ভাটিকাশর কারিতাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ৩১৫-এ২’র ময়মনসিংহ জেলা গভর্নর লায়ন ড. শরীফুল ইসলাম রিপন।

লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের সভাপতি লায়ন নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রথম ভাইস গভর্নর লায়ন হাবিবা হাসান, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন ফকর উদ্দিন আহমেদ, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডা. একেএম ওয়ালিউল্লাহ।

আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন স্বপন সেনগুপ্ত।

পরে লায়ন মনিরুজ্জামান মিন্টুসহ লায়ন সদস্যদের কোর্ট পিন পড়িয়ে দেন লায়ন্স ৩১৫-এ২’র ময়মনসিংহ জেলা গভর্নর লায়ন ড. শরীফুল ইসলাম রিপন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।