শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভারত সরকার খাওয়ার পানির ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দিয়েছে।
‘কেন্দ্রীয় সরকার বলছে, রাজ্য সরকার কোনো প্রকল্পে ১০০ শতাংশ অর্থ খরচ করার পর কেন্দ্র অর্থ দেবে। ভারত সরকারের এই নতুন সিদ্ধান্তে পানীয় জল প্রকল্পে রাজ্য সরকারের সমস্যা সৃষ্টি হবে। ’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী রতন ভৌমিক বলেন, রাজ্যে মাত্র ১৯ টি গ্রামীণ ও পাহাড়ি এলাকায় খাওয়ার পানির সরবরাহের ব্যবস্থা করতে পারেনি রাজ্য সরকার। আর বাকি সব শহর ও গ্রামীণ এলাকায় খাওয়ার পানি সম্পূর্ণ অথবা আংশিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি জানান, খাওয়ার পানি সরবরাহের জন্য ত্রিপুরা রাজ্যে ১৩৯টি স্কিম চালু আছে। তবে রাজ্যে কোনো পানির উৎসে বিষাক্ত আর্সেনিক পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসসিএন/এমএ