মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রাপথে ও নির্মাণে সহায়তাকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এমনটাই বলছিলেন জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. সারওয়ার আলী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সব থেকে বড় সংগ্রহশালা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
শুত্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ ৩৯৩জন কে সম্মাননা দেওয়া হয়। তারা প্রত্যেকেই বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রাপথ ও নির্মাণে সহায়তা করেছেন।
অনুষ্ঠানে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের নতুন করে জাগ্রত করার প্রেরণা। দেশের অভ্যন্তরে ও বাইরে যে সব শত্রুরা এখনো আমাদের দেশের ক্ষতি সাধন করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি যোগাবে এ জাদুঘর।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য আলী যাকের বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর তাই; যা সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে বলে দিবে দেশের উন্নয়নে তাদের কি করতে হবে।
এসময় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদান শেষে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন পঞ্চভাস্কর ও স্পন্দনের শিল্পিরা।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এইচএমএস/এসএইচ