ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে মারা যান মেয়র আনিসুল হক।
শুক্রবার (১ ডিসেম্বর) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ড. ইউনূস বলেন, মেয়র আনিসুল হকের মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে মর্মাহত।
আমি তাঁকে দীর্ঘদিন ধরে চিনতাম। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, কঠোর পরিশ্রমী, নিবেদিতপ্রাণ, প্রবল উদ্যমী এবং একজন সত্যিকারের গণমানুষের বন্ধু। এদেশকে তাঁর আরো অনেক কিছু দেবার ছিলো।
আল্লাহ্ তাঁর আত্মাকে শান্তিতে রাখুন এবং রুবানাকে (আনিসুল হকের স্ত্রী) তাঁদের সন্তানদের এবং পরিবারের অন্য সদস্যদেরকে এই কঠিন শোক বহনের শক্তি প্রদান করুন।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।