শনিবার (০২ ডিসেম্বর) ভোর সোয়া ৫টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রবিউল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম, কনস্টেবল খোরশেদ আলম।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী সাখাওয়াত ওরপে জামাই সোহেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সিরাজপুর ইউনিয়নে যাওয়া হয়। সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে সন্ত্রাসী সাখাওয়াতসহ ৩ পুলিশ সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় একটি এলজি, ২টি কিরিচ, ৫টি গুলির খালি খোসা জব্দ করা হয়।
গ্রেফতার সাখাওয়াতের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও পুলিশের উপর হামলার ঘটনায় আরো ২টি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
টিএ