শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল আমিন ওই গ্রামের মৃত লালু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের অ্যাডভোকেট জিল্লুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুল আহাদের মাঝে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। এর জের ধরে সন্ধ্যায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নুরুল আমিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে বলেন, বুকের বামদিকে দু’টি টেটাবিদ্ধ হয়ে নুরুল আমিন মারা গেছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
টিএ