শনিবার (০২ ডিসেম্বর) রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) আয়োজিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসেন কবির, জেএসএস কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, আদিবাসী ফোরাম পার্বত্যঞ্চলের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, কেন্দ্রীয় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক সুমন মারমা প্রমুখ।
আলোচনা সভা শেষে জেএসএস তাদের জনসমর্থিত গোষ্ঠি নিয়ে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
টিএ