শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলা প্রশাসন ও ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
পরে কিরাত, হামদ-নাত, আজান, আবৃত্তি, উপস্থিত জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মুসলিম ইনস্টিটিউটের সহ-সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন- ময়মনসিংহ জিলা স্কুল মসজিদের পেশ ইমাম মুফতি মওলানা মোহাম্মদ আব্দুস সাকুর।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএএএম/আরআইএস/