ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ভিডিওগ্রাফি সোসাইটি'র নির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
মৌলভীবাজারে ভিডিওগ্রাফি সোসাইটি'র নির্বাচন সম্পন্ন মৌলভীবাজারে ভিডিওগ্রাফি সোসাইটি'র নির্বাচন সম্পন্ন

মৌলভীবাজার: পেশাদার ভিডিওগ্রাফারদের সংগঠন মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল আলিম আলী ও সাধারণ সম্পাদক মো. সিতার আহমদ।

শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শহরের পৌর জনমিলন কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।  

ফলাফলে ১৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সৈয়দ আব্দুল আলিম আলী।

 ১৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. সিতার আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন নূর কবির ভান্ডারি।  

এছাড়াও অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমদ, সৈয়দ কামরুল ইসলাম, আমির হোসেন, নজরুল ইসলাম, আবুল কালাম, সুমন আহমেদ, গবিন্দ মল্লিক, শাহাব উদ্দিন, মঈনুল ও জুয়েল আহমেদ।  

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন আজিজুল হক সেলিম বাংলানিউজকে বলেন, বিভিন্ন পদে সর্বমোট ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ৮জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় ১৫জন প্রতিদ্বন্দিতা করে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এইচএমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।