শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় যশোর এমএম কলেজ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এদিন সন্ধ্যা ৭টার দিকে প্রশাসন, রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শেণী-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
এর আগে, শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান।
মরহুমের স্ত্রী মীনা পারভীন বাংলানিউজকে জানান, তিনি মাইকার্ডিয়াক ইনফেকশনে (এমআই) ভুগছিলেন।
প্রফেসর মিজানুর রহমানের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দেড়বিন্নি গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
ইউজি/জিপি