নগর জীবনের কোলাহলের মধ্যেও ধানক্ষেতে মাকড়সার জালে যেন শিশিরের মুক্তদানার মালা।
ধানের শীষে ঘাস ফড়িংয়ের গাছে রাতভর জমেছে শিশির।
ভোরে সূর্য উঁকি দেওয়ার পরেও কিছু সময় কুয়াশার প্রভাব কাটে না। এ সময় মিষ্টি রোদ গায়ে মাখে পথিক।
কচুপাতায় শিশির বিন্দুর সৌন্দর্যের খেলা।
ধান কাটার পরে ফসলের ক্ষেতে শিশির বিন্দু।
কাক ডাকা ভোরে সাদা কুয়াশায় ঢাকা পথঘাট।
ধানক্ষেতে কুয়াশায় বসে আছে ফিঙ্গে।
ঘাসের ডগায় শিশির বিন্দু হীরক দ্যুতি ছড়াচ্ছে।
প্রকৃতির এমন বিচিত্ররূপ নগরবাসীর নজর কাড়ে। তবে সবাই এমন দৃশ্য দেখার সুযোগ পান না। কবির ভাষায়, বহু দিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু। ছবিগুলো খুলনার জোড়াগেট এলাকা থেকে তোলা।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘন্টা, ৩ ডিসেম্বর, ২০১৭
আরআর