ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৮ হাজার পিস ইয়াবাসহ তিন যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
৮ হাজার পিস ইয়াবাসহ তিন যুবক আটক 

কক্সবাজার: শহরের কলাতলীর আর্দশ গ্রামের টিভি টাওয়ারের সামনের এলাকা থেকে ৭ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিকিকিনি’র সময় তাদের আটক করা হয়।  

ওই সময় তাদের কাছ থেকে ইয়াবা বিকিকিনি’র ২৯ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন-  টেকনাফ পৌরসভার আলীয়াবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. শওকত আলম (২২), একই উপজেলার সাবরাং ইউপি’র শাহ পরীর দ্বীপের মৃত আমিনের ছেলে মো. আয়েজ (২০) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. জহিরুল ইসলাম (২৬)।

র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহসিনুল হক বাংলানিউজকে জানান, সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।