রোববার (০৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ‘হাজী মফিজউদ্দিন’ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
সিএনজি ফিলিং স্টেশনের মালিক তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, শ্রীপুরের মাওনা শাখার যমুনা ব্যাংকে দশ লাখ দশ হাজার টাকা জমা দিতে যাওয়ার জন্য ফিলিং স্টেশন স্টেশনের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ম্যানেজার নিয়ামত আলী।
হঠাৎ একটি কালো রংয়ের মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত তাকে পিস্তল ঠিকিয়ে জিম্মি করে। এসময় তিনি ডাক-চিৎকার দিলে চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা দশ লাখ দশ হাজার টাকা এবং এক্সপোট-ইনপোর্ট লাইসেন্স নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে আহতাবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) জামিল রাশেদ জানান, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
আরএস/ওএইচ/