রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রাতে শহরের রেলগেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাটোর, বড়াইগ্রাম, টাঙ্গাইল, ও মির্জাপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে তাকে আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ