রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে নওগাঁর পত্নীতলা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় সংসদ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিয়ে সমাজের একটি নিরব ঘাতক।
কর্মশালায় সভাপতিত্ব করেন সচিবালয়ের অতিরিক্ত সচিব আইইএম গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের হেলথ অ্যাডভিসরি গ্রুপের প্রেসিডেন্ট ডা. হাবিবে মিল্লাত এমপি, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ডা. এনামুর রহমান এমপি, আব্দুল মালেক এমপি, ফারহাদ হোসেন এমপি, সলিম উদ্দিন তরফদার এমপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এতে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।
এছাড়া স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
বাল্যবিয়ে নিরোধ কার্যক্রমে তৃনমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ ও দক্ষতা উন্নয়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ