তিনি বলেন, বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত ভারত। ভারত ও বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধিতে প্রতিবেশী দেশ হিসেবে একে অন্যের পাশে সব সময় থাকবে।
রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভারত সরকারের অর্থায়নে ভান্ডারিয়া পৌরসভায় সাড়ে ১১ কোটি টাকার সুপেয় পানি সরবরাহ কাজের প্রকল্প উদ্বোধন করেন শ্রিংলা। এরপর তিনি ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে এক সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা কথা বলেন তিনি।
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
এসময় শ্রিংলা বলেন, আজ আমরা ভান্ডারিয়া উপজেলায় ১১টি পানি শোধনাগার স্থাপনের কাজ উদ্বোধন করেছি। এর মাধ্যমে ভান্ডারিয়ার দেড় লাখ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে। এ কাজের জন্য ভারত সরকার ভান্ডারিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ১১.৫০ কোটি টাকা সরাসরি নগদ অনুদান দিচ্ছে। প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে ২০১৭ সালের অক্টোবরে ভান্ডারিয়া পৌরসভাকে আগাম ২.২০ কোটি টাকা দেওয়া হয়েছিল।
এ প্রকল্পের আওতায় আনুমানিক ৬০০ ফুট গভীর ১১টি গভীর নলকূপ স্থাপন করা হবে। প্রতিটি নলকূপ স্থাপিত এলাকায় একটি করে পানি শোধনাগারও স্থাপন করা হবে। পরিশোধিত পানি ১১টি এলাকার প্রতিটিতে ৪০,০০০ লিটার করে বড় ট্যাংকে সংরক্ষণের জন্য তোলা হবে। প্রকল্পের কাজ নয় মাসের মধ্যে সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন শ্রিংলা।
তিনি আরো বলেন, ভারত সরকার পানি শোধনাগারগুলো স্থাপনে সহযোগিতা করছে। যা বাস্তবায়িত হচ্ছে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে।
এসময় পিরোজপুর জেলা প্রশাসক খায়রুল আলম শেখ ও পুলিশ সুপার সালাম কবির বক্তব্য রাখেন। সমাবেশে ভারতীয় হাই কমিশনারের ফাস্ট সেক্রেটারি নবনীতা চক্রবর্তী, ইত্তেফাকের বার্তা সম্পাদক তারিন হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭