রোববার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা দুর্নীতি কমিটি আয়োজিত মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকসহ এলাকার লোকজন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী নয়।
তাই এই বাণিজ্যিক কোচিং বন্ধ করার জন্য সরকারের পাশাপাশি অভিভাবকসহ শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান তারা।
এতে সভাপতিত্ব করেন বানিয়াচং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমাবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়।
র্যালি শেষে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, জনাব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান খান, সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছালামত আলী খান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোবাশ্বির আহমদ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
আরএ