রোববার (০৩ নভেম্বর) দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শনের সময় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল আবুল হোসেন বলেন, সীমান্তে কোনো হত্যাকাণ্ড চাই না, সীমান্তে রিং রোড নিমার্ণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেশী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি ৫ কিলোমিটার দূরে দূরে বিজিবি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এ সময় তার সফরসঙ্গী বিজিবির ব্রাহ্মণবাড়ীয়া আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান, বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনুরুদ্ধ, বিজিবি সদর দফতরের লে. কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, লে. কর্নেল সাইনুর হোসেন, লে. কর্নেল এ্যাকনিম আবেদীন, মেজর আনারুল শাহাদত, ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মাদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এফইএস/এমএ