রোববার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রফ্রন্ট বগুড়া জেলা কমিটির সভাপতি রাধা রানী বর্মনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা বাসদ বগুড়া জেলার আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, ছাত্রফ্রন্ট বগুড়া জেলার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক রাকিবুল ইসলাম, ছাত্রফ্রন্ট আজিজুল হক কলেজ শাখার আহ্বায়ক ধনঞ্জয় বর্মণ, বিজ্ঞান আন্দোলন মঞ্চ দুপচাঁচিয়া উপজেলার সংগঠক আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সারা পৃথিবীতে যখন পারমাণবিক কেন্দ্র সূমহের ব্যর্থতা বুঝতে পেরে একের পর এক তা বন্ধ করে দিচ্ছে, তখন কোনো বৈজ্ঞানিক যুক্তি তর্ক না মেনে সরকার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে।
অবিলম্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমবিএইচ/আরআইএস/