রোববার (০৩ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল নৌ বন্দর থানা পুলিশ ও জেলা মৎস অফিসের চালানো যৌথ অভিযানে এসব মাছ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ-বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরের সিঅ্যান্ডবি রোডের মৎস্য ভবনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে মহিপুর থেকে ছেড়ে আসা বিআরিটিসির একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫ মন জাটকা ইলিশ ও ৫ টি পাতিল ভর্তি বাগদা চিংড়ির রেণুপোনা জব্দ করেন কর্মকর্তারা।
এ সময় বাসের সুপারভাইজার মনির খানকে আটক করা হয় বলে জানান তিনি।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, আটক মনির খানকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
পরে জব্দ করা জাটকা শহরের বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
আর ৫০ হাজার পিস বাগদা চিংড়ির রেণু স্থানীয় কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএস/এমএ