রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রাক সম্মেলন মিডিয়া ব্রিফিংয়ে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানান জোটটির আহ্বায়ক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, ‘জাতিসংঘ গৃহীত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০’ এর মূল লক্ষ্য হলো রূপান্তরমুখী, ন্যায় ও অধিকারভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সার্বিক উন্নয়নের ভাগিদার হবেন সর্বস্তরের জনগণ এবং কেউ পিছিয়ে থাকবেন না।
‘সরকারের উদ্যোগী ভূমিকার পাশাপাশি এই নাগরিক প্লাটফর্ম সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ, জনসচেতনতা সৃষ্টি এবং এসডিজি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে’।
তিনি বলেন, নাগরিক প্লাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে জাতীয় নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের ভেতর দিয়ে এসডিজি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের সুযোগ সৃষ্টি এবং সরকারের সঙ্গে নাগরিক সমাজের সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ়তর হবে। সর্বোপরি সমাজের অসুবিধাগ্রস্ত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর জোরদার হবে বলে আশা করছে প্লাটফর্ম।
সম্মেলনের সমন্বয়ক ফাতেমা ইউসুফ বিস্তারিত কর্মসূচি তুলে ধরে জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে নাগরিক সম্মেলন চলবে সন্ধ্যা পর্যন্ত। সারা দেশ থেকে নিবন্ধিত সহস্রাধিক মানুষ এতে অংশ নেবেন।
এবারের সম্মেলন বেশ বড় ধরনের হবে উল্লেখ করে তিনি বলেন, এতে পরিকল্পনামন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার ও রাশেদা কে চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএইচ/এএসআর