রোববার (৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে স্থানীয় শ্রীপুর কোয়ারিতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিরোধপূর্ণ পাথর কোয়ারিতে পাথর উত্তোলন বন্ধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আহতদের মধ্যে শামীম আহমদ, হোসেন আহমদ, আনোয়ার হোসেন ও আমীন আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের দু’টি গ্রুপ একই স্থান থেকে পাথর তোলা নিয়ে দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপেরই লোকজন হতাহত হন।
জৈন্তাপুর থানার ওসি খান মো. ময়নুল জাকির বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা না হলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বিরোধপূর্ণ কোয়ারি এলাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
এনইউ/জেডএম