রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতাররা হলেন- পশ্চিম ঝালকাঠির মোহাম্মদ নূরুজ্জামান সেন্টু (৩৬), মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৪), মোহাম্মদ রিপন হাওলাদার (৩৮) এবং বরিশাল নগরের কাঠপট্টি এলাকার উৎপল পাল (৩২)।
ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদে ভিত্তিতে শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাতে ডিবি পুলিশের পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে শহরের পশ্চিম ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সেন্টুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি তার ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
এদিকে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহাম্মুদ হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএস/আরআইএস/