রোববার (০৩ ডিসেম্বর) সদ্যপ্রয়াত মেয়রের জন্য এক ঘণ্টা বাড়তি কাজ করেছেন তারা।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর মো. আব্দুর রাজ্জাক জানান, পরিচ্ছন্নতা কর্মীরা সাধারণত ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাজ করে থাকেন।
তিনি বলেন, ডিএনসিসিতে বর্তমানে প্রায় তিন হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। মেয়র আনিসুল হক তাদের জন্য অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছিলেন। তিনি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন নিশ্চিত করতে একটি প্রকল্পও অনুমোদন করেছিলেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন আনিসুল হক।
মরদেহ শনিবার (০৩ ডিসেম্বর) দেশে পৌঁছানোর পর জানাজা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আনিসুল হক।
রোববার ডিএনসিসি প্রধান কার্যালয়সহ সহযোগী ৫টি জোনাল কার্যালয় মেয়রকে সম্মান দেখিয়ে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
পিএম/আরবি/