রোববার (০৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসেন সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত মোহাইল গ্রামের মরতুজ আলীর ছেলে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ময়নুল জাকির বাংলানিউজকে জানান, চিকিৎসাধীন অবস্থায় আহত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাথর কোয়ারিতে আধিপত্য বিস্তার নিয়ে রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জৈন্তাপুরের শ্রীপুর কোয়ারিতে উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি কামাল আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে শামীম আহমদ, হোসেন আহমদ, আনোয়ার হোসেন ও আমীন আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হোসেন রাতেই মারা যান। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এনইউ/পিএম/আরবি/