এ উপলক্ষে চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দু’দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সোমবার শুরু হওয়া এ আয়োজন চলবে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) পর্যন্ত।
১৩০৯ বঙ্গাব্দের ০৭ ফাল্গুন নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন কবিয়াল বিজয় সরকার। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ০৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন তিনি। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।
এই গুণী শিল্পী ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর-সঙ্গীতের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। বিজয় সরকারের বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। তিনি নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন, মতান্তরে মেট্রিক (এসএসসি) পর্যন্ত।
বিজয় সরকারের দুই স্ত্রী বীণাপানি অধিকারী ও প্রমোদা অধিকারী বেঁচে নেই। সন্তানদের মধ্যে কাজল অধিকারী ও বাদল অধিকারী এবং মেয়ে বুলবুলি অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন।
বিজয় সরকার তার জীবোদ্দশায় প্রায় ১ হাজার ৮০০ গান লিখেছেন এবং সুর করেছেন।
বিজয় সরকার গেয়েছেন- ‘যেমন আছে এই পৃথিবী/তেমনই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে...’, ‘পোষা পাখি উড়ে যাবে সজনী/ওরে একদিন ভাবি নাই মনে/সে আমারে ভুলবে কেমনে...’, ‘নবী নামের নৌকা গড়/আল্লাহ নামের পাল খাটাও/বিসমিল্লাহ বলিয়া মোমিন/কূলের তরী খুলে দাও...’ কিংবা আল্লাহ রসূল বল মোমিন/আল্লাহ রসূল বল/এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল...’।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএসআর