ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএনসিসি’র মেয়র পদ শূন্য ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ডিএনসিসি’র মেয়র পদ শূন্য ঘোষণা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

 ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (ডিসেম্বর ৪) পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ। আজই প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ পদ শূন্য ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, গত ৩ ডিসেম্বর এই পদ শূন্য ঘোষণা করা হয়েছে। গতকালের তারিখেই গেজেট প্রকাশ হবে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যেই এ পদে নির্বাচন দেবে।

তিনি বলেন, আনিসুল হক ঢাকা সিটি কর্পোরেশনের ইতিহাসে সবচেয়ে সফল মেয়র। তার উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আধুনিক সিটিতে রূপান্তর শুরু করেছিল। তেজগাঁও, গাবতলীকে তিনি বদলে দিতে শুরু করেছিলেন।

মন্ত্রী বলেন, তিনি নেই, এটাতো বাস্তবতা। মেনে নিতে হবে। তিনি যে উদ্যোগ নিয়েছিলেন তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়ন করবে। কোনো বাধা আসলে, মন্ত্রণালয় এগিয়ে যাবে।

নতুন মেয়র কেমন হবে এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি যে ফাউন্ডেশন তৈরি করে গেছেন তা থেকে বের হওয়া নতুন মেয়রের জন্য সহজ হবে না। উত্তরসূরীকেও পূর্বসূরীর মতো উদ্যোগী হতে হবে।

উল্লেখ্য, অসুস্থ হয়ে দীর্ঘদিন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডিএনসিসির প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক।

দুই ভাগে বিভক্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২০১৫ সালে। ওই নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন জনপ্রিয় ব্যবসায়ী নেতা আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭/আপডেট: ১৪৪৮ ঘণ্টা
আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।