ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় শুরু হলো জঙ্গি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
কুমিল্লায় শুরু হলো জঙ্গি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজি (অ্যাডমিন অ্যান্ড অপ্স) মো. মোখলেসুর রহমান বিপিএম (বার)। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: 'মুক্তির মিছিলে মিলি নিরাপদ কুমিল্লায়' এ স্লোগানে কুমিল্লায় শুরু হয়েছে দ্বিতীয় আন্তঃজেলা মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের উদ্যোগে কুমিল্লার টাউন হল মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজি (অ্যাডমিন অ্যান্ড অপ্স) মো. মোখলেসুর রহমান বিপিএম (বার)।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনিরুজ্জামান বিপিএম, সিপিএম, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের।

প্রতিযোগিতায় কুমিল্লার ১৭টি থানার ৭১টি বিতর্ক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ প্রতিযোগিতায় সহযোগি থাকছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।