ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে চুরি করতে গিয়ে ৪ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বরিশালে চুরি করতে গিয়ে ৪ নারী আটক

বরিশাল: বরিশাল নগরের রূপাতলী এলাকায় একটি মাহিন্দ্রতে (থ্রি-হুইলার) যাত্রীর গলার স্বর্ণের চেইন চুরি করার সময় চোর চক্রের চার নারী সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটকরা হলেন- শিউলী বেগম, রিপন আক্তার, রোজিনা বেগম ও হামিদা বেগম।

এদের চার জনের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার নাসির নগর এলাকায়।

স্থানীয়রা জানায়, রূপাতলী হাউজিং স্টেট এলাকার বাসিন্দা মো. আবদুল রাজ্জাকের স্ত্রীর দুপুরে নগরের সদর রোডের বিবির পুকুরপাড় থেকে একটি মাহিন্দ্র যোগে রূপাতলীতে আস ছিলেন। পথে চারজন নারী যাত্রী ওই মাহিন্দ্রতে উঠেন। এদের মধ্যে শিউলী নামে এক নারী নিজেকে অসুস্থ বলে রাজ্জাকের স্ত্রী’র গায়ে ওপর ঢলে পড়েন। মাহিন্দ্রটি রূপাতলীতে পৌঁছালে যাত্রীরা নেমে যায়। এ সময় রাজ্জাকের স্ত্রী তার গলার স্বর্ণের চেইন দেখতে না পেয়ে ওই চার নারীকে সন্দেহ করে। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে ওই চার নারীকে আটক করেন এবং তাদের ব্যাগ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা ওই চার নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের পরিচয় দিতে আপত্তি জানায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নারী সদস্যরা চুরির সঙ্গে জড়িত এবং তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে চুরি করার বিষয়টি স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।