সোমবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শেরেবাংলা নগরের শিশু মেলার সামনে গুলিবিদ্ধ হন তিনি। এসময় দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।
শহীদুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মধ্যবাড্ডা এলাকায় একটি চেয়ারের দোকানের কর্মচারী।
শহীদুল বাংলানিউজকে জানান, সাভারের একটি দোকানে কাজ শেষে বাসে করে মধ্যবাড্ডায় দোকানে ফিরছিলাম। পথে বাসটি শেরেবাংলা নগরের শিশু মেলার সামনে এলে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় আমার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে আমার দোকানের মালিক হাসপাতালে ছুটে আসেন।
তিনি আরও জানান, আমার ছিনতাই হওয়ার ব্যাগের ভেতরে চেয়ার মেরামত করার যন্ত্রপাতি ছিলো।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ শহীদুল হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঘটনাটি রহস্যজনক।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এজেডএস/এএটি