সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রিন্টু বিটুমিনবাহী গাড়ির হেলপার ছিলেন এবং তার বাড়ি পাবনা জেলায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুরের নাওজোর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বিটুমিনবাহী গাড়ি থেকে বিটুমিন বের করতে মেশিন চালু করে রিন্টু। এ সময় অতিরিক্ত চাপের কারণে মেশিন থেকে গাড়িতে আগুন লেগে যায়। এতে রিন্টুর গায়ে আগুন লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায় বলেও জানান স্টেশন অফিসার জাকির।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
আরএস/আরআইএস/