পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর এবং নতুন প্রজন্মের ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় সমাপনী বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এসব কথা বলেন।
মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য আজ থেকে ২০ বছর আগে যে চুক্তি হয়েছিল সেটি বাস্তবায়িত না হওয়ায় সেখানকার সমস্যা আজো মেটেনি। বিভিন্ন সরকারের আমলে চুক্তির বিপক্ষে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলোর কারণে আজ পার্বত্য চট্টগ্রামে চরম অস্থিতিশীলতা কাজ করছে। পাহাড়িদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, পেছনে যাওয়ার আর জায়গা নেই। আজকের নতুন প্রজন্ম পার্বত্য চুক্তি বিষয়ে গভীরভাবে চিন্তা করছেন যা পার্বত্য চুক্তির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
পার্বত্য চুক্তি বাস্তবায়নে নিয়মতান্ত্রিকভাবে ১০ দফার ভিত্তিতে যে অসহযোগ আন্দোলন হচ্ছে সেটি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি দেশের সুশীল সমাজসহ সকল শ্রেণি পেশার মানুষকে চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরো বলেন, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা নেই। বর্তমান আওয়ামী লীগ সরকার চুক্তি করলেও তারাও এ বিষয়ে যথেষ্ট আন্তরিক নয়। গত ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তির ২০ বছর উদযাপন করেছেন, তার অনুসারীরা দিনটিতে আনন্দ করেছেন। কিন্তু পাহাড়ি আদিবাসী জীবনে কি আনন্দ আছে?
আলোচনায় আরও বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক বিপ্লব রহমান, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, আরডিসির সাধারণ সম্পাদক জান্নাত এ ফেরদৌসী, ব্যারিস্টার সুব্রত পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসলিমা ইয়াসমিন, জাগাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাজেদুর রহমান সজীব প্রমুখ।
প্রারম্ভিক বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও আলোচনাটি সঞ্চালনা করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমএইচ/আরআই