ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয়ের মাস উপলক্ষে রাজশাহীতে পতাকা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বিজয়ের মাস উপলক্ষে রাজশাহীতে পতাকা মিছিল রাজশাহীতে পতাকা মিছিল

রাজশাহী: বিজয়ের মাস উপলক্ষে ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাজশাহীতে পতাকা মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বোয়ালিয়া থানা শাখা।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে পতাকা মিছিলটি বের করা হয়। এর আগে সেখানে শপথ বাক্য পাঠ করান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামারুজ্জামান।

 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেণী।

পরে জতীয় পতাকা হাতে নিয়ে মিছিল বের করা হয়। পতাকা মিছিলটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর সভাপতি সুজিত সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি শাহজাহান আলী বরজাহান, নির্মূল কমিটির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।