সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি এই মাদকের চালান জব্দ করে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি বড় চালান পার হয়ে এ পাড়ে আসছে। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে রেখে পালিয়ে যায়।
পরে বিজিবি সেখান থেকে ১ হাজার ১শ’ ৪০ বোতল ফেনসিডিল ও ২৮ কেজি গাঁজা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫৪ হাজার টাকা।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ করা মাদকদ্রব বেনাপোল পোর্টথানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এজেডএইচ/জিপি