ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাগর রুনি হত্যাকাণ্ডের এখনো কোনো ক্লু পাওয়া যায়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
সাগর রুনি হত্যাকাণ্ডের এখনো কোনো ক্লু পাওয়া যায়নি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আইজিপি একেএম শহীদুল হক

টাঙ্গাইল: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, সাগর রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো কোনো ক্লু উদ্ঘাটন করতে না পারায় তদন্ত কাজ নিষ্পত্তি করা যায়নি। হাইকোর্টের নির্দেশে র‌্যাব এ হত্যাকাণ্ডের তদন্ত করছে।
কখনো কোনো ক্লু পেলে তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলে নব নির্মিত ‘এসপি পার্ক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
এসময় বিএনপি’র কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না দাবি করে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি বৈধ রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অধিকার রয়েছে।

আইনের বাধ্যবাধকতার মধ্যে থেকে কেউ কোনো কর্মসূচি পালন করলে পুলিশ তাদের বাধা দেবে না। প্রয়োজনে তাদের সহযোগিতা করবে।
 
এরপর তিনি জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স মাঠে ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারী কল্যাণ সংস্থার সভাপতি বেগম শামসুন্নাহার রহমান, অতিরিক্ত আইজি শহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন প্রমুখ।

এর আগে পুলিশ প্রধান এসপি পার্কে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার’ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।