ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিধানসহ যে কোনো পরিস্থিতি মোকবেলায় যোগ্য করে গড়ে তুলতে হবে।

সোমবার (৪ ডিসেম্বর) টাঙ্গাইলের মহেড়ায় পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

আইজিপি শহীদুল হক বলেন, বর্তমানে পুলিশ সদস্যদের দেশ-বিদেশে আধুনিক ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

প্রশিক্ষণের ফলে সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আমাদের পেশাদার পুলিশ সদস্যরা অত্যন্ত সফলতা ও দক্ষতা অর্জন করেছেন। যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আমাদের যোগ্য ও দক্ষ ট্রেইনার তৈরি করতে হবে উল্লেখ শহীদুল হক বলেন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি প্রশিক্ষক বা ট্রেইনার তৈরির পদক্ষেপ গ্রহণের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানান তিনি।  

সভায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মোহাম্মদ নজিবুর রহমান, অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, মোহা. শফিকুল ইসলাম, ডিআইজি রৌশন আরা বেগম, পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট ডিআইজি ড. হাসান উল হায়দারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি শহীদুল হক ট্রেনিং সেন্টারের নবনির্মিত একাডেমিক ভবন ও আইজিপি টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সের এসপি পার্ক উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ