ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল

মৌলভীবাজার: বিকল্প ব্যবস্থায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রেল যোগাযোগ সচল হয়।

এর আগে সকাল ১১টার দিকে সিলেট গোয়ালাবাজার এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি ৩নং লাইনে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

প্রথম অবস্থায় সমস্যা থাকলেও বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল সচল করা হয়েছে। ১নং লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে লাইনচ্যুত ট্রেনটি এখনো উদ্ধার হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।