ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩০ দুর্ঘটনায় উল্টে যাওয়া বাস

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড ও বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি বাস দুপুর ২টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় জোনাকী পরিবহনের ঢাকাগামী একটি বাস বিপরীতমুখী সবজি বোঝাই পিকআপ ও একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাচ্ছিল। এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাস যাত্রীসহ ২৫ জন আহত হন। পরে দুপুর ২টা পর্যন্ত রেকার দিয়ে খাদে পড়া বাসটি উদ্ধারে চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।

অপরদিকে, বাউশিয়া এলাকায় অনির্বাণ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় ৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ