মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড ও বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি বাস দুপুর ২টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় জোনাকী পরিবহনের ঢাকাগামী একটি বাস বিপরীতমুখী সবজি বোঝাই পিকআপ ও একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাচ্ছিল। এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাস যাত্রীসহ ২৫ জন আহত হন। পরে দুপুর ২টা পর্যন্ত রেকার দিয়ে খাদে পড়া বাসটি উদ্ধারে চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।
অপরদিকে, বাউশিয়া এলাকায় অনির্বাণ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় ৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
টিএ